VOA 60i
|| 0:00:00
...  
 
X
February 08, 2013 5:49 PM
প্রেসিডেন্ট ওবামা মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি আই এ-এর নুতন প্রধান জন ব্রেনান বৃহস্পতিবার তাঁর নিয়োগ নিশ্চিত করণ শুনা্নীতে বেশ কঠিন সব প্রশ্নের মুখোমুখী হয়েছেন। সেনেটাররা তাঁর কাছে প্রশাসন যে আমেরিকার সন্দেহ ভাজন সন্ত্রাসী সংস্থার সংগে সংশ্লিষ্ঠদের হত্যার জন্য ড্রোন হামলা চালাচ্ছে সে সম্পর্কে আরো তথ্য জানতে চান।

VOA 60

Published February 08, 2013

প্রেসিডেন্ট ওবামা মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি আই এ-এর নুতন প্রধান জন ব্রেনান বৃহস্পতিবার তাঁর নিয়োগ নিশ্চিত করণ শুনা্নীতে বেশ কঠিন সব প্রশ্নের মুখোমুখী হয়েছেন। সেনেটাররা তাঁর কাছে প্রশাসন যে আমেরিকার সন্দেহ ভাজন সন্ত্রাসী সংস্থার সংগে সংশ্লিষ্ঠদের হত্যার জন্য ড্রোন হামলা চালাচ্ছে সে সম্পর্কে আরো তথ্য জানতে চান।